ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আবিদুর রহমান নিপু, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার, ২৫ ফেব্রুয়ারি রাতে মেডিকেলের ২৯ তম ব্যাচের শিক্ষার্থী মো. মহসিনের নেতৃত্বে কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভিতরেই এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা "ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান, "ইনকিলাব জিন্দাবাদ" বলে স্লোগান দেয়। 

মিছিলে সিয়াম, আল আমিন, নুর আহম্মেদ, মিতু, বৃষ্টি, সাবিহাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, ”ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার রাজনীতি চলবে না, আমরা কোনো লেজুড়বৃত্তির রাজনীতি চাই না, ছাত্রদল যে আদু ভাইদের দিয়ে কমিটি দিয়েছে তারা যদি ক্যাম্পাসে আসে তাদের সেখানেই প্রতিহত করা হবে”। অতঃপর মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হলে ফিরে যায়।

মায়মুনা

×