ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

মামলা তো থাকতেই পারে আমরা "পুরুষ"

প্রকাশিত: ০৭:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মামলা তো থাকতেই পারে আমরা

ছবি:সংগৃহীত

মামলা তো থাকতেই পারে আমরা "পুরুষ"

 

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোরে সীমান্ত আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

 

সন্দেহভাজন ডাকাত সদস্যরা ডাকাতির উদ্দেশ্য অস্বীকার করেন, এসময় তাদের পূর্বের মামলার সম্পর্কে জিজ্ঞেস করায় তারা জানান, আমাদের মামলা তো থাকতেই পারে আমরা "পুরুষ"। আপনাদেরকে কেন সরকার রেখেছে? আমাদের মামলা নিয়ন্ত্রণ এর জন্যই সরকার আপনাদেরকে রেখেছে। আমাদের নামের মামলা গুলি অস্ত্রমামলা যা আমাদের শত্রুরা আমাদের ফাসানোর জন্য দিয়েছে।

 

 

 

 

 

এখন কেন মামলা দিল? এখন কি ডাকাতি করতে গিয়েছিলাম? এ সময় সন্দেহভাজন ডাকাতেরা সুষ্ঠু তদন্তের দাবিও করেন।

আঁখি

×