ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

কয়েদির স্ত্রীর সাথে জেলারের আপত্তিকর ভিডিও নতুন করে ভাইরাল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০২:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

কয়েদির স্ত্রীর সাথে জেলারের আপত্তিকর ভিডিও নতুন করে ভাইরাল

জেলার নুর মোহাম্মদ

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধার সাথে এক কয়েদির স্ত্রীর সাখে ১মিনিট ৮সেকেন্টোর একটি আপত্তিকর ভিডিও নতুন করে ছড়িয়ে পরেছে। 

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) রাতে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপির সাংবাদিক কদর উদ্দিন শিশির তার ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

যদিও এই ভিডিওটি দুই বছর আগের পুরানো। তিনি যখন মাগুরা জেলাকারাগারের জেলার ছিলেন তখন এক কয়েদির বাসায় গিয়ে তার স্ত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে হাতেনাতে ধরা পরেন। তখন এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। 

সম্প্রতি তিনি তার গ্রামের একটি স্কুলের গভর্নিংবডির সভাপতি হওয়ার পর তখন এই  ভিডিওটি  নতুন করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। এই আপত্তিকর ভিডিও নিয়ে তার নিজ জেলা পটুয়াখালীর বাউফল উপজেলার মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। নুর মোহাম্মদ মৃধার বাড়ি উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে।   

এ ঘটনা পর জেলার নুর মোহাম্মদ মৃধার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। পরে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েক রাজনৈতিক নেতাদের তদবিরের কারণে তিনি ওই সময় রক্ষা পেয়ে যান।

নুর মোহাম্মদ মৃধা ঢাকা, বরিশাল, মাগুরাসহ বেশ কয়েকটি জেলা কারাগারের জেলার হিসাবে চাকরি করেছেন।  তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার হিসাবে কর্মরত আছেন।

এ ব্যাপারে জেলার নুর মোহাম্মদ মৃধাকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে তার ওয়াটসঅ্যাপে ম্যাসেস দিলে তিনি সিন করেন। কিন্তু কোন বক্তব্য দেননি। 

রাজু

×