ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর পাশে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক

নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০১:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর পাশে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক

বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক

“রক্ত দিন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের একটি মহতী কর্মসূচির আয়োজন করে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ। তাঁরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্তদানের প্রতি তরুণদের উৎসাহিত করবে।

বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু বলেন, আমরা জনসচেতনতা বৃদ্ধি ও মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে কাজ করছি। ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাবো।

অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের অসংখ্য স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করেন। এই মহতী উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শহীদ

×