ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ধর্ষণের অভিযোগে খালার জামাই গ্রেফতার...

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ০১:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণের অভিযোগে খালার জামাই গ্রেফতার...

চট্টগ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে আপন খালার জামাইকে। গ্রেফতারকৃত মোস্তফা কামাল (৫০) রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর গ্রামের ১নং ওয়ার্ডের জাকির হোসেনের পুত্র। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধর্ষক মোস্তফাকে পটিয়া থানা পুলিশ উপজেলার কেলিশহরের ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাড়ি থেকে গ্রেফতার করেন। 

জানা গেছে, উপজেলার কেলিশহর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীর স্কুল বন্ধ থাকায় খালার জামাই বেড়াতে নিয়ে যায়। খালু মোস্তফা কামাল ফুসলিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে৷ পরে মোস্তফা কামাল চাঁপাইনবাবগঞ্জে রং মিস্ত্রির কাজে ফিরে যান।  স্কুল ছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি খুলে বলে৷ এর মধ্যে ধর্ষণকারী মোস্তফা কামাল পুনরায় পটিয়ায় এলে স্কুল ছাত্রীর ঘরে আটকে রাখে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার রাতে ধর্ষককে গ্রেফতার করে। 

পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ আসাদ জানান, স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে খালার জামাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডিএনএ টেস্টের জন্য স্কুল ছাত্রীকে আদালতের মাধ্যমে মেডিকেল টেস্ট করাবেন।  

রাজু

×