ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বাউফলে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাউফলে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  নবম ও দশম শ্রেণির কমপক্ষে ১০ জন শিক্ষার্থী পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) বিকালে কেশবপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের ভূ্ঁইয়া বাড়ির লোকজন তাদেরকে পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আহতরা সবাই কমলাপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে সোলাইমান, আহাদ ও রবি নামের তিনজনকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন কমলাপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র সোলাইমান ও আহাদ বাই-সাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সাইকেলের সাথে  জিসান নামের এক কিশোরের  ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। 

খবর পেয়ে জিসানের বাড়ির ১০--১৫ জন লোক শিক্ষার্থী সোলাইমান ও আহাদকে টেনে হেচরে তাদের বাড়িতে নিয়ে যাওয়া চেষ্টা করে। এ খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য  শিক্ষার্থীরা সেখানে গেলে,  তাদেরকে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী জখম হন। 

অভিযোগ অস্বীকার করে জিসান বলেন, আমাদের বাড়ির কেউ হামলা করেনি। সোলাইমান ও আহাদ তাদের বন্ধুদের নিয়ে আমাদের ওপরে হামলা করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কমলাপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন বলেন, আমরা শিক্ষকরা তখন কেউ ছিলাম না। যে কারণে তাতক্ষণিক বিষয়টা জানতে পারি নাই। পরে খবর নিয়ে জানলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুর-জাহান জানান, আহত তিনজন শিক্ষার্থীকে সাড়ে চারটার দিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিলো। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে । 

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন  বলেন, এমন কোন ঘটনা আমার  জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আশিক

×