ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

গোপালগঞ্জের মাটি হবে শহীদ জিয়ার আদর্শের ঘাঁটি

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

গোপালগঞ্জের মাটি হবে শহীদ জিয়ার আদর্শের ঘাঁটি

বক্তব্য রাখছেন বিএনপি’র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জীবন সেলিম।

বিএনপি'র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জীবন সেলিম বলেন, দীর্ঘ ১৮ বছর পরে গোপালগঞ্জের মাটিতে পৌর পার্কের মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীর কথা বলছি। আমাদের আদর্শের জনক মরহুম জিয়াউর রহমানের কথা বলছি, আমরা আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলছি। বিগত ৫ আগস্টের আগে ও গোপালগঞ্জসহ সারা দেশের মানুষের কাছে ছিল নেহাত স্বপ্ন। 

সোমবার  (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরপার্কে গোপালগঞ্জ জেলা বিএনপি কর্তৃক কর্মী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জীবন সেলিম এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য রাখেন। শামা ওবায়েদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করেছেন। কিন্তু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে। তিনি এই গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করার দাবি জানান।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়। তাকে জুলুমবাজ হতে হয়। তখন তাকে খুন, গুমের আশ্রয় নিতে হয়। এটি হলো ফ্যাসিবাদ। গোপালগঞ্জে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় স্বেচ্ছাবেক দলের সভাপতি এস, এম জিলানী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এফই সরফুজ্জামান জাহাঙ্গীর, এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

শহীদ

×