ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

পাহাড়ি এলাকা থেকে অবৈধ মেশিন ও বালু জব্দ, পাইপ অপসারণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২৩:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

পাহাড়ি এলাকা থেকে অবৈধ মেশিন ও বালু জব্দ, পাইপ অপসারণ

ছবি: জনকণ্ঠ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকার দারাগাঁও নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫টি ড্রেজার মেশিন ও ৩০০০ ঘনফুট বালু জব্দ করা হয় এবং প্রায় ৩০০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব যৌথভাবে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে মেশিন ও বালু জব্দ করেন এবং পাইপ অপসারণ করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে মেশিনে বালু উত্তোলন করা হচ্ছিল। এ কারণে বালু ও মেশিন জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। অপসারণ করা হয়েছে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ। অবৈধ বালু উত্তোলন বন্ধে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি চক্র অবৈধভাবে পাহাড়ি টিলা, ছড়া ও সমতল ভূমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে। এসব বালু বিক্রি করে তারা লাখ লাখ টাকার মালিক হলেও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, "পরিবেশ রক্ষায় পাহাড় বিরাট ভূমিকা পালন করছে। এখানে পাহাড় টিলা ধ্বংস করে দিনের পর দিন বালু উত্তোলন করছে প্রভাবশালী চক্র। তাদের বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।"

সায়মা ইসলাম

×