ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ডাকাতের কবলে ঢাবি শিক্ষার্থী: চোখের অবস্থা গুরুতর

প্রকাশিত: ২১:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ডাকাতের কবলে ঢাবি শিক্ষার্থী: চোখের অবস্থা গুরুতর

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের উর্দু ডিপার্টমেন্টের শিক্ষার্থী কাওছার ঢাকার গাউসিয়ায় ডাকাতের কবলে পরে গুরুতর আহত হন। 

আহত শিক্ষার্থী কাউসারের বন্ধু আনজির আব্দুল্লাহ জানান, সূর্যসেন হলের এই শিক্ষার্থী ২৪ তারিখ রাত ২ টায় তার ভাইকে এয়ারপোর্টে প্রাইভেট কারে করে এগিয়ে দিয়ে আসার সময় গাউসিয়া নাম স্থানে ১৫/১৭ জন ডাকাতের কবলে পরে। এসময় ডাকাতরা তাদের সাথে থাকা সকল কিছু নিয়ে নেয়।এবং রামদা দিয়ে গাড়িতে আঘাত করে। ফলে গ্লাস ভেঙে তার মাথা কেটে যায় এবং কাচের অংশ তার চোখে গিয়ে লাগে। এরপর পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়ে মাথায় সেলাই দেয় হয় এবং চোখের অবস্থা গুরু হওয়ায় ওই রাতেই তাকে চক্ষু বিজ্ঞান হসপিটালে নেওয়া হয়। ডাক্তার জানিয়েছেন তার চোখের অবস্থা গুরুতর।

মুহাম্মদ ওমর ফারুক

×