ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ধর্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২১:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী : ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। তারা ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা সমাবেশ করেন।
এ সময় তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এ অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। এ সময় বক্তব্য রাখেন ফাতেমা তুজ  জোফা, মেহেরাফ শিকদার, লিজা আক্তার, সুমন হোসেন, রাশেদ, হাসিব, মাহামুদ, সুলতানা কনা প্রমুখ।

 

×