ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আন্দোলনে গুলিবিদ্ধ ইমরান চিকিৎসা করাতে পারছেন না

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা

প্রকাশিত: ২১:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলনে গুলিবিদ্ধ ইমরান চিকিৎসা করাতে পারছেন না

ইমরান হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে আহত ইমরান হোসেন সুচিকিৎসা না পেয়ে এখনো বেডেই কাতরাচ্ছেন। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ইমরান। গত ৫ আগস্ট সরকারের পতন হলে আশুলিয়া বাইপাইল এলাকায় বিকেলে লংমার্চ টু ঢাকা মিছিলে অংশ নেন তিনি। এ সময় মারমুখী পুলিশের ছোড়া গুলি তার শরীরে বিদ্ধ হয়। একইসঙ্গে আহত হয় তার বাবা জহুরুল ইসলামও। বর্তমানে আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে শরীরে থাকা গুলি নিয়ে নিজ বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটছে তার। ইমরানের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের জহুরুল হোসেনের ছেলে। অভাবের তাড়নায় ঢাকাতে থাকতেন তিনি। তার বাবা রিক্সাচালক এবং ফুটপাতে ডিম বিক্রি করতেন, সেই সুবাদে তারা ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বসবাস করতেন। স্বৈরাচার সরকারের পতনের জন্য ছেলে ইমরান তার বাবা-মাকে নিয়ে যোগ দেন মিছিলে। সেখানেই তার শরীরে পুলিশের ছোড়া ছররা গুলিবিদ্ধ হন। আহত ইমরান জানান, ‘আশুলিয়া বাইপাইল এলাকায় মিছিলে যোগ দেওয়ার সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করার জন্য ছররা গুলি ছোড়ে। এ সময় আমার শরীরে বহু ছররা গুলি লাগে।’ ইমরানের বাবা জহুরুল বলেন, সে অসুস্থ হয়ে পড়ে আছে। এ অবস্থায় সংসার চালানো এবং সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।’

×