ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

হিমাগার ভাড়া বৃদ্ধি

বগুড়ায় আলু চাষি ও ব্যবসায়ীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২০:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় আলু চাষি ও ব্যবসায়ীদের সড়ক অবরোধ

আলু সংরক্ষণে হিমাগার ভাড়া কমানোর দাবিতে কৃষক ও আলু ব্যবসায়ীরা সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এসময় তারা রাস্তায় আলু ফেলে সড়ক অবরোধ করে অবিলম্বে হিমাগারের ভাড়া কমানোসহ হাটের বাইরে কৃষকদের খেত থেকে আলু বিক্রির ওপর খাজনা  নেওয়া বন্ধের দাবি জানান। কৃষকরা হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন।
শাজাহানপুর আলু ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধনের আয়োজন করে। বেলা সাড়ে ১১টা  থেকে প্রায় ১ ঘণ্টা উপজেলার জামাদারপুকুর বাজার এলাকায় উপজেলার কৃষক ও আলু ব্যবসায়ীরা এই মানববন্ধন করে। এর এক পর্যায়ে কৃষক ও আলু ব্যবসায়ীরা বগুড়া-নাটোর মহাসড়কে আলুর বাজারে নিম্নদর ও হিমাগার মালিকদের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেন।  বেশ কিছু সময় এই অবরোধ চলার সময় মহাসড়কের দু’পাশে যানবাহন আটকে পড়ে। শাজাহানপুর আলু ব্যবসায়ী অ্যাসোসিয়েশন শাখার  নেতা আব্দুল আলিম জানান, গত বছরের চেয়ে এবার প্রতিবস্তায় ১৫০ থেকে ২০০ টাকা বেশি সংরক্ষণ ভাড়া বাড়ানো হয়েছে। এছাড়া কৃষকদের মাঠ থেকে আলু কেনা হলেও খাজনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এ ব্যাপারে শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান জানিয়েছেন, তিনি মানববন্ধন ও দাবির বিষয়টি অবগত হয়েছেন। জেলা প্রশাসককে বিষয়টি জানান হয়েছে। ইজাদারদের বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা হবে বলে জানান।

×