ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭০টি কটেজ ও বাড়ি পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ২০:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭০টি কটেজ ও বাড়ি পুড়ে ছাই

ছবি: সংগৃহীত।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৬০-৭০টি রিসোর্ট, কটেজ ও বসতঘর পুড়ে গেছে।

রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, বেলা ১টার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে অবস্থিত সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথম আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর, রিসোর্ট ও কটেজে ছড়িয়ে পড়ে। দুপুরের প্রখর রোদ ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা এবং স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে পড়েন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, এখনো পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে আনুমানিক ৫০-৬০টি কটেজ, রিসোর্ট, বসতঘর ও দোকানপাট পুড়ে গেছে। খাগড়াছড়ি সদর থেকে দুইটি এবং দীঘিনালা থেকে একটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। রাঙামাটি থেকেও আরও একটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে সাজেকে পানির সংকট থাকায় এবং দুর্গম সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন জানান, জেলা প্রশাসক ফায়ার সার্ভিসের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

সায়মা ইসলাম

×