ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বাইরে থাকতে চাই না, আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাইরে থাকতে চাই না, আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে- বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেতরগঞ্জে এক পথসভায় দাবি জানান তিনি।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনও কারাগারে থাকার প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “পরিবর্তিত বাংলাদেশেও এখনও যার ঘাড় থেকে জুলুমের বোঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আমার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।“

এরপর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং কবর জিয়ারত করেন।

সূত্র: https://youtu.be/SnWl-1JBWLw?si=VxeL8T-yr9GoXcdr

এমটি

×