ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

শিক্ষিত যুবকদের নদীতে মাছ ধরতে যাওয়ার পরামর্শ উপদেষ্টার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষিত যুবকদের নদীতে মাছ ধরতে যাওয়ার পরামর্শ উপদেষ্টার

ছবি: সংগৃহীত

শিক্ষিত যুবকরাও মাছ ধরার কাজে নদীতে যেতে পারেন- বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেছেন,”শিক্ষিত যুবকরাও মাছ ধরার কাজে নদীতে যেতে পারেন। এতে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার হবে। গভীর সমুদ্রে জেলেরা সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে নিরাপদে মাছ ধরতে পারবে।

ফরিদা বলেন, “নিষেধাজ্ঞাকালে জেলেদের নামে বরাদ্দের চাল বছর আরেও বেশি দেওয়ার চিন্তা করা হচ্ছে। যেমন ২৫ কেজির জায়গায় ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতে পারে। এখন থেকে নিষেধাজ্ঞাকালে জেলেদের নামে বরাদ্দ করা চাল শুরুতেই দেওয়া হবে।

সূত্র: https://tinyurl.com/5auazzuw

এমটি

×