ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলায় শিবিরের সম্পৃক্ততা নিশ্চিত জামায়াতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলায় শিবিরের সম্পৃক্ততা নিশ্চিত জামায়াতের

ছবি: সংগৃহীত

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের জড়িত থাকার কথা নিশ্চিত করেছে মহানগর জামায়াতে ইসলামী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালামীযে ইসলামিয়া ও জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
হামলার শিকার সেই শিক্ষার্থী তালামীযে ইসলামিয়ার এক কর্মী। এ বিষয়ে মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু যৌথ বিবৃতিতে দায় চাপানো হচ্ছে বলে প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ছাত্রশিবিরে ওপর দায় দিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এ অপপ্রচারে বিভ্রান্ত হয়েছেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এমসি কলেজে যে বাড়াবাড়ি হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। বিষয়টি দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।” 
সূত্র: যমুনা টেলিভিশন

এমটি

×