ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

নোয়াখালীর বসুরহাটে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১৬:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নোয়াখালীর বসুরহাটে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আবুল হোসেন (৪৭) নামের এক বিএনপি নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আবুল হোসেন বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আজ সোমবার ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার চৌকিদার বাড়ি থেকে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে। পরে তাঁকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আবুল হোসেন বসুরহাট পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান। তিনি বলেন, বিএনপি নেতা আবুল হোসেনের স্ত্রী তাঁকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বিরুদ্ধে এলাকায় মানুষজনকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছেও অভিযোগ জমা পড়ে, যার পরিপ্রেক্ষিতে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ফয়সাল

×