ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বিভ্রান্তির ফাঁদে পা দিচ্ছে জাতি? যা জানালেন সাদিকুর

প্রকাশিত: ১৫:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বিভ্রান্তির ফাঁদে পা দিচ্ছে জাতি? যা জানালেন সাদিকুর

ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীতে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমন তাই দাবি করছেন সাদিকুর। তিনি আরও বলেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির এক প্রতিবেদনে বলা হয়, "রাজধানী থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার, বুটেক্স ছাত্র আটক।" তবে প্রকৃতপক্ষে এটি হত্যার ঘটনা নয়, আত্মহত্যা।

সাদিকুর অভিযোগ করছেন, পরিকল্পিতভাবে এমন খবর প্রচার করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অনেকেই এ ধরনের খবর শেয়ার করে দাবি করছেন, দেশে খুন-ধর্ষণের ঘটনা বেড়েছে। অথচ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগের সরকারের তুলনায় বর্তমানে এসব অপরাধ কমেছে।

এছাড়া, রাজশাহীর বাসে ধর্ষণের গুজবও ছড়ানো হয়েছিল, যেখানে পরবর্তীতে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে বলেছেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি।

সাদিকুরের পরামর্শ, সামাজিক মাধ্যমে যেকোনো খবর শেয়ার করার আগে সেটি প্রথম সারির গণমাধ্যম থেকে যাচাই করা জরুরি। রাজনৈতিক উদ্দেশ্যে আতঙ্ক তৈরি ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

সূত্র : https://www.facebook.com/share/p/12EcnFT4S61/

আসিফ

×