ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো শতাধিক দুঃস্থ রোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৫:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো শতাধিক দুঃস্থ রোগী

ছবি: দৈনিক জনকণ্ঠ

গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে চলমান কর্মসূচির অংশহিসেবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনভর চিকিৎসা সেবা পেয়েছেন শতাধিক রোগী।

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় অবস্থিত আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে এবং আরকেঞ্জেল মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. মনির হোসেনের পক্ষ থেকে উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

তারিকুল ইসলাম কাফির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন ডা. মো. সোহেল রানা।

শরিফ

×