ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সাভারে একটি পোশাক  কারখানার গুদামে আগুন 

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১২:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সাভারে একটি পোশাক  কারখানার গুদামে আগুন 

সাভারে একটি পোশাক  কারখানার গুদামে আগুন 
সাভারের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

 

 


ফায়ার সার্ভিস জানায়, এদিন সকাল নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই কারখানার একটি গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

 

 

 


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানা যাবে।

আঁখি

×