ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ১১:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিলো দুর্বৃত্তরা

ছবি:সংগৃহীত

শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে গোবর দিলো দুর্বৃত্তরা

নড়াইলের আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে গত ২১ ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোনো শ্রদ্ধা নিবেদন করা হয়নি।

 

 

এর বদলে, ফুলের জায়গায় একদল দুর্বৃত্ত শহীদ মিনারের বেদিতে গোবর রেখে যায়। ঘটনাটি শুক্রবার ঘটলেও, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিতে আসেনি। এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

 

 

 

 

স্থানীয়রা জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসন বা শিক্ষা কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয় সংলগ্ন এক বাসিন্দা জানান, ২১শে ফেব্রুয়ারি বিদ্যালয়টি বন্ধ ছিল এবং শিক্ষক বা শিক্ষার্থীরা সেখানে আসেনি, ফলে দুর্বৃত্তরা এই অপকর্মটি করেছে।

আঁখি

×