ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ভোগান্তিতে হাজারও মানুষ

৬ বছর ধরে অব্যবহৃত ৩০ লাখ টাকার সেতু

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১১:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

৬ বছর ধরে অব্যবহৃত ৩০ লাখ টাকার সেতু

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া গ্রামে বেদাখালী খালের উপর ৩২ ফুট দৈর্ঘ্য ব্রিজের দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তুগুলদিয়া গ্রামে বেদাখালী খালের উপর ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে ৩২ ফিট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটির দুই পাশে কোনো সড়ক না থাকায় সেতুটি জনসাধারণের কোনো কাজেই আসছে না। 

ছয় বছর ধরে অকার্যকর হয়ে দাঁড়িয়ে আছে সেতুটি। সংযোগ সড়ক না করায় সেতুর উপর দিয়ে চলাচল করার কোনো পরিস্থিতি নেই। এমনকি পায়ে হেঁটেও ব্রিজের উপর উঠা নামার ব্যবস্থা নেই। 

স্থানীয় বাসিন্দা অনেকেই জানান, তুগোলদিয়া বেদাখালি খালের উপর নির্মিত সেতুটি মানুষের চলাচলে কোন উপকারে লাগছে না। বরং সেতু না থাকা অবস্থায় ভালো ছিল। তখন মানুষ বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে পারাপার হতো। তাতে বেশি কষ্ট হতো না। আর এখন রাস্তাবিহীন সেতুর উপর দিয়ে চলাচল করতে পারছে না কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। এতে আরও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।

সেতুর দুই পাশে সংযোগ সড়ক তৈরি করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, তুগোলদিয়া গ্রামের সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই বলে জানতে পেরেছি। যেসব জায়গায় রাস্তা প্রয়োজন, সেসব তালিকা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

নিপু/সজিব

×