ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

প্রশাসন কে দু’একটা দিন সময় দিতে চান কাফি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,  পটুয়াখালী

প্রকাশিত: ০০:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রশাসন কে দু’একটা দিন সময় দিতে চান কাফি

ছবিঃ কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি,জনকণ্ঠ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার আল্টিমেটাম থেকে সরে যাওার পরে রবিবারে সাংবাদিকদের পূর্ব নির্ধারিত ব্রিফিংও করেননি৷

গত বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের আজকের আনুষ্ঠানিক ব্রিফিংএর কথা বলেছিলেন। এ বিষয়ে কাফি আজ রবিবার রাতে জনকন্ঠকে বলেন, 'আমার মামলা সিআইডিতে যাওয়ার পরে প্রশাসনের কাছ থেকে  ভালো একটা রেসপন্স পাচ্ছি। আমি চাচ্ছি যে, প্রশাসনকে আরো দু-একটা দিন সময় দিতে। আমি চাচ্ছি না যে, শুধু শুধু কিছু করতে। একটা মানববন্ধন কর্মসূচি করলেই তো হৈ-চৈ হয়। আরো দু/একটা দিন দেখবো। আর কি, রেজাল্ট না পাই, তখন মাঠে ঘাটে থাকব ।'


উল্লখ্য জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির রজপাড়া গ্রামের  বসতবাড়ি ১২ ফেব্রুয়ারি দিবাগত  রাত  আনুমানিক দুইটার পরে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এর পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। একই সময়ের মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।

পরে বুধবার তার দেওয়া আল্টিমেটাম থেকে সরে আসার কথা বলে আজকে পটুয়াখালী ডিসি অফিসের সামনে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিং করার ঘোষণা করেছিলেন।  কাফির বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে দায়ের করা মামলাটি বর্তমানে সিআইডির হাতে ন্যাস্ত রয়েছে। 

মেজবাহ/জাফরান

×