ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২১:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

অভিযোগ সংশ্লিষ্ট জনাব মো. জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য গাজীপুর (২) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৩ কোটি ৬৫  লক্ষের বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জাহিদের বিরুদ্ধে মামলা হয়েছে।এছাড়া আরো তাঁর ৫টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫০ লক্ষের টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক ভাবে তথ্য প্রমাণিত হয়েছে। 

এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারায় আরো একটি মামলা করা হয়েছে ।পাশাপাশি তাঁর স্ত্রী তাহেরা খাদিজাকে দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ২৬/১ ধারায় সম্পদবিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে।

ফয়সাল

×