ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শেরপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২১:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

শেরপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় পঞ্চম শ্রেণিপড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে আশিক মিয়া (২০) নামে এক যুবকসহ ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশিক উপজেলার টালকী ইউনিয়নের শালুয়া গ্রামের আবু সাইদের ছেলে। আর ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। তার বাবা একজন দিনমজুর। এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টা খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ওইসময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের অভিযোগ, সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বখাটে যুবকরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ভুট্টাক্ষেতে গণধর্ষণ করেছে।
এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার এবং কিশোরী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে কাজ করছে পুলিশ।
বাউফলে পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী থেকে জানান, বাউফলে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৮) স্প্রে দিয়ে অজ্ঞান করে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১১টার দিকে চন্দ্রদ্বি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর মা (৩৫) বলেন, ‘দুর্বৃত্তরা রাতে জানালা দিয়ে স্প্রে করে ঘরের পেছনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপর অচেতন অবস্থায় আমার মেয়েকে তুলে বাড়ির কাছে একটি বিলে নিয়ে ধর্ষণ করে। ‘তিনি আরও বলেন, ‘আমার মেয়ের হাত-পা বেঁধে, মুখে গামছা দিয়ে বেঁধে তারপর  নিয়ে যায়।’ ভুক্তভোগীর দাদি (৬০) বলেন, ‘সরকার যেন দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করে বিচার করে। আমরা এ ঘটনার পর থেকে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।’ ধর্ষিতার মা বর্তমানে অসুস্থ থাকায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ বলেন, রাত ৩টার দিকে ওই ভুক্তভোগী আমার হাসপাতালে এলে তাকে পটুয়াখালী মেডিক্যালে ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ববিতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ধর্ষণ, শ্লীলতাহানি এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

×