ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

১৪ বছরেও পূর্ণতা পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

১৪ বছরেও পূর্ণতা পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আজও অবকাঠামোগতভাবে পূর্ণাঙ্গতা পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট ক্রমেই বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ সংকটের কারণে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা মাঠেও পাঠদান করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের দশ হাজার শিক্ষার্থীর পাঠদান কার্যক্রমের জন্য ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও বাস্তবে রয়েছে মাত্র ৩৬টি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক  শিক্ষার্থী জানিয়েছেন, বিগত ১৪ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো পূর্ণাঙ্গ হয়নি। প্রয়োজনীয় সুবিধা যেমন আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহন এবং গ্রন্থাগারে বইয়ের সংকট এখনো প্রকট। এরমধ্যে শ্রেণিকক্ষের সংকট শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, আমাদের বিভাগের পাঁচটি ব্যাচে ৪৫০ শিক্ষার্থী রয়েছে। তবে একটিমাত্র শ্রেণিকক্ষ ব্যবহার করা হয়। অন্য একটি কক্ষ অন্যান্য বিভাগের সঙ্গে ভাগাভাগি করা হয়। ফলে আমাদের দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয় এবং শ্রেণিকক্ষে ক্লাস কম হওয়ায় সিলেবাসও এগোয় না। ফলে আমরা এক বছরের সেশনজটে পড়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে ১৬৭ জন শিক্ষক দিয়ে ১৫০টি ব্যাচের শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এরমধ্যে অনেক শিক্ষক ছুটিতে থাকায় পাঠদান কার্যক্রমে চরম বেগ পেতে হয়। সহকারী রেজিস্ট্রার সাইদুজ্জামান বলেন, দুইটি একাডেমিক ভবনে ২৮টি ও প্রশাসনিক ভবনে আটটি শ্রেণিকক্ষ রয়েছে। ল্যাবের জন্য ৩২টি কক্ষ রয়েছে। তবে শিক্ষক এবং বিভাগের চেয়ারম্যানদের জন্য কক্ষ সংকট আরও প্রকট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কোনো কাজ হয়নি। আমি এসেছি অল্প কয়েকদিন হলো। দেখেছি এখানে নানা সংকট রয়েছে। তাই প্রকল্প অনুমোদন নেওয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে গিয়ে কথা বলে এসেছি।

×