ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বান্দরবানে জেলা বিএনপির সমাবেশ

 নির্বাচনকে যারা পিছিয়ে নিতে চায় তাদের উপর জঙ্গীভূত ভর করেছে: হাবিব উন নবী খান সোহেল

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৯:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

 নির্বাচনকে যারা পিছিয়ে নিতে চায় তাদের উপর জঙ্গীভূত ভর করেছে: হাবিব উন নবী খান সোহেল

বান্দরবান শহরের রাজার মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। 

দেশ সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় তাদের উপর জঙ্গীভূত ভর করেছে। তারা নির্বাচন নয় রগ কাটায় বিশ্বাসী বলে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বান্দরবান শহরের রাজার মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা'সহ বিভিন্ন জনদাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। এসময় সোহেল বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত। ইউনুস সাহেব এসেছেন ভালো মানুষ। তিনি পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দিবেন। তবে সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। তাদের উপর জঙ্গীভুত ভর করেছে। জঙ্গীভুতেরা নির্বাচনে নয় রগ কাটায় বিশ্বাস করে। এই তালবাহানা জনগন কখনোই মেনে নিবেন না। গত ১৭ বছর জনগণের ভোট দেয়ার অধিকার  বঞ্চিত করার ফলে যে আন্দোলন হয়েছিল।

সে অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বিএনপি আবারো আন্দোলনে নামবে বলে হুশিয়ারি প্রদান করেন।
এসময় অন্য বক্তারা বলেন, ১৭ বছর ধরে নির্যাতন, নিপিড়ন ও লুটপাটের কারনে রুখে দাঁড়িয়েছিল দেশের জনগন। যার মাষ্টার মাইন্ড ছিল তারেক জিয়া। জনগন ও তার এই প্রচেষ্টা যাথে নস্যাৎ হয়ে না যায় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান তিনি।এসময় বান্দরবান জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী'র সভাপতিত্বে প্রাধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহা সচিব হাবিব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামা চিং, সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা প্রমূখ।

রাজু

×