ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আ.লীগ আমলের চেয়েও খারাপ: ইডেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৯:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আ.লীগ আমলের চেয়েও খারাপ: ইডেন শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামীলীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে ইডন কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা বলেন, “রাতে তো নয়ই, বরং দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারাদেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।”

নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, “আপনারা তো আমাদের নিরাপত্তা দেয়ার জন্যই বসে আছেন। আপনার তো এজন্যই চেয়ার দখল করে আছেন। তাহলে কাজের বেলায় কেন জিরো পার্সেন্ট দেখতেছি?” 

তথ্যসূত্র : https://tinyurl.com/yc2razan

 

রাকিব

×