ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পালানোর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে যে নির্দেশ দিয়েছিলেন হাসিনা

প্রকাশিত: ১৮:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পালানোর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে যে নির্দেশ দিয়েছিলেন হাসিনা

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার এবং কাউকে রিলিজ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন। হাসপাতালে ভর্তি থাকা আহতরা এমনটাই জানিয়েছেন বলে আজ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা প্রথমদিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। এই নির্দেশের কথা সেখানকার রোগীরা এবং ডাক্তাররা জানিয়েছেন। সেই তথ্য-প্রমাণাদি আমাদের কাছে আছে। আদালত আজকে জিজ্ঞাসা করেছিলেন এবং সেগুলো আমি জানিয়েছি আদালতকে।”

পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়, ‘গুলিতে মৃত্যু’ এমন কথা না লিখে ‘স্বাভাবিক মৃত্যু’র কথা লিখে মৃত্যুসনদ দেয়া হয়েছিলো, যাতে হতাহতের সংখ্যা গোপন রাখা যায়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে নির্বিচার গুলি চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার নির্দেশেই চলে সে গণহত্যা। জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও প্রকাশিত হয়েছে তা।

আজ জুলাই-আগস্টের গণহত্যার মামলায় তিন সাবেক পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। একইসাথে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২শে এপ্রিল ধার্য করা হয়েছে।

তথ্যসূত্র : https://tinyurl.com/yc2razan

রাকিব

×