ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাউফলে এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষ***ণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল,পটুয়াখালী।।

প্রকাশিত: ১৪:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাউফলে এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষ***ণ

বাউফলে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৮) স্প্রে দিয়ে অজ্ঞান করে ঘর থেকে তুলে বিলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চন্দ্রদ্বিপের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মা লাইজু (৩৫) বলেন, দৃর্বত্তরা রাতে জানালা দিয়ে স্প্রে করে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে। তারপর অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে  বাড়ির কাছে বিলে নিয়ে ধর্ষণ করে। তিনি আরো জানান, আমার মেয়ের হাত-পা বেঁধে, মুখে গামছা দিয়ে বেধে তারপর ওরা নিয়ে যায়। এ সময় মেয়ে ওদের হাত-পা ধরে মাফ চাইলেও তারা মাফ করেনি। ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম (৬০) বলেন, আমার নাতির ধর্ষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না। ধর্ষিতার মা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধি রয়েছেন। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আবদুর রউফ বলেন, রাত তিনটার দিকে ওই ভুক্তভোগী আমার হাসপাতালে আসলে তাকে পটুয়াখালী মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শম্পা

×