ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ভোলা।।

প্রকাশিত: ১৪:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

ভোলায়  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ভোলা শিল্পকলা একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোঃ আসাদুজ্জামান গনী। ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, ভোলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাহিদুল হাসান,উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।এসময় স্বাগত বক্তব্যে রাখেন ভোলা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যন্ট এ.বি.এম ফরহাদ । সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।  এসময় জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪২ জন আনসার ও ভিডিপি সদস্য কে পুরস্কার প্রদান করা হয়।  সমাবেশে আনসার ও ভিডিপির ৩০০ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

শম্পা

×