ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফরিদপুরের ভাঙ্গায় ৩ দিন যাবৎ ওষুধ কোম্পানির প্রতিনিধির খোঁজ নাই

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় ৩ দিন যাবৎ ওষুধ কোম্পানির প্রতিনিধির খোঁজ নাই

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নিবাসী আ. বাকি মুন্সি (৩৫) এর গত ৩ দিন যাবৎ খোঁজ নেই। গত ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ৮ টার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছে তার স্বজনেরা। সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ রয়েছে।

নিখোঁজ বাকি মুন্সীর ভাই আ. বাতেন মুন্সি জানায়, প্রতিদিনের ন্যায় সে ওষুধ কোম্পানির চাকুরির সুবাদে বিভিন্ন জায়গায় ওষুধ সরবরাহের জন্য বের হন। ২১শে ফেব্রয়ারি রাত ৮ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে কথা হয়। এরপর সে আর বাড়ীতে ফিরে আসেনি এবং ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার  রাতে থানায় গেলেও থানার ওসির অনুপস্থিতির কারনে কোন অভিযোগ বা জিডি করতে পারেননি। রোববার তারা ভাঙ্গা থানায় যাবেন বলে জানান। আ. বাকি মুন্সির নিখোঁজের ঘটনায় পরিবারটিতে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে।

আবীর

×