ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মাধবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশিত: ১১:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মাধবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি: ছাত্রলীগ নেতা মিজানুর রহমান

হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিজানুর রহমানকে (২৭) গ্রেফতার করেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। দ্রুত থানার কার্যক্রম শেষ করে তাকে আদালতে পাঠানোর পর, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমটি

×