ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফসলি জমিতে নদীর কচুরিপানা, দুর্ভোগে ৩০ হাজার কৃষক

কাজী খলিলুর রহমান, নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১০:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফসলি জমিতে নদীর কচুরিপানা, দুর্ভোগে ৩০ হাজার কৃষক

ছবি: সংগৃহিত

নদীর মুখের স্লুইসগেট ৪২ বছর ধরে অকেজো। পলি পড়ে শুকিয়ে গেছে কয়েক কিলোমিটার নদী। বোরো মৌসুমে ১৩ টি গ্রামের প্রায় ৩০ হাজার কৃষক জমিতে সেচ দিতে পারেন না পানির অভাবে। আবার যখন ফসল ঘরে তুলবেন, তখন বর্ষার আগাম পানিতে তলিয়ে যায় ক্ষেতের ফসল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এই দুর্ভোগ কৃষকদের।

বাল্লা নদীর ৫ কিলোমিটার অংশ শুকিয়ে যাওয়ায় নদীর মুখের স্লুইসগেট প্রায় ৪২ বছর ধরে অকেজো। বোরো মৌসুমে কৃষক সময়মতো জমিতে পানি ধরে রাখতে কিংবা বৃষ্টির পানি ছাড়তে পারেন না নদীতে। অগ্রহায়ণ মাস এলে কৃষক তাকিয়ে থাকেন কখন নদীতে জোয়ার আসবে আর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কৃষকরা দোয়া করেন যেন নদীতে জোয়ার না আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ, ফরদাবাদ ও রূপসদী ইউনিয়নের ১৩ টি গ্রামের কৃষকের সেচ সুবিধার কথা চিন্তা করে সরকার ১৯৮২ সালে ৪৪ লাখ টাকা ব্যয়ে গঙ্গানগর গ্রামের পশ্চিম পাশে বাল্লা নদীর মুখে স্লুইসগেট নির্মাণ করে। মাত্র ২ বছর এর সুফল ভোগ করতে পেরেছেন কৃষক। এই এলাকার কিছু নৌকার মালিক ও বালু ব্যবসায়ী তাদের নৌ চলাচলের জন্য স্লুইসগেটের পাশে নদীর পাড় কেটে দেন। এতে অকার্যকর হয়ে পড়ে স্লুইসগেট। ফলে সেচের সময় পানি আটকে রাখতে না পারায় কৃষক সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না। অন্যদিকে ধান কাটার মৌসুমে বর্ষার আগাম পানি ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকের পাকা ধানের জমি। বাল্লা নদীর ৫ কিলোমিটার পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে সেচ সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। 

স্থানীয়দের দাবি, বাল্লা নদী খনন ও স্লুইসগেট সংস্কার করলে এলাকায় কৃষি বিপ্লব হবে। কয়েক হাজার টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব হবে। পানি সংকটের কারণে জমিতে সময়মতো সেচ দিতে না পারায় অনেক কৃষক বোরো চাষ বন্ধ করে দিয়েছেন। 

সরেজমিনে দেখা গেছে, গঙ্গানগর গ্রামে তিতাস নদী থেকে উৎপন্ন হয়ে বাল্লা নদী পাঠামারা, ভুরভুরিয়া, একরামপুর, খাগকান্দা, ঝুনারচর হয়ে ফরদাবাদের বালিয়াদাহ বিলে পতিত হয়েছে। প্রায় ১০ কিলোমিটার এলাকায় এই নদীর ওপর নির্ভর করে শতাধিক সেচের আওতায় ছলিমাবাদ, ফরদাবাদ ও রূপসদী ইউনিয়নের পাঠামারা, ভুরভুরিয়া, একরামপুর, খাগকান্দা, ঝুনারচর, ফরদাবাদ, রূপসদী, হোগলাকান্দা, হোসেনপুর, তাতুয়াকান্দি, হায়দর নগর, আশ্রাববাদ, খাউর পুর গ্রামের প্রায় ৪ হাজার একর জমিতে বোরো চাষ হয়। প্রায় ৩০ হাজার কৃষক তাদের জমিতে বোরো চাষ করেন।

অগ্রহায়ণ-পৌষ মাসে জমিতে বোরো ধানের চারা লাগাতে হয়। ভরাট হওয়ার কারণে নদীতে এসময় পানি থাকে না। তাই সময়মতো সেচ দিতে না পারায় বালিয়াদাহ বিলের কয়েকশ বিঘা জমি অনাবাদি থেকে যাচ্ছে প্রতিবছর। আবার কৃষক কয়েক মাস নিরলস পরিশ্রম করে যখন ধান কাটার সময় হয়, তখন নদীর মুখের স্লুইসগেট অকেজো থাকায় আগাম পানি ঢুকে নিচু জমি তলিয়ে যায়। খাগকান্দা গ্রামের কৃষক রইস মিয়া জানান, ”বোরো ধানের চারা রোপণের সময় জমিতে সেচ দিতে পারেন না পানির অভাবে। ধারদেনা করে জমিতে বোরো চাষ করলেও বর্ষায় আগাম পানি এসে তলিয়ে যায় ক্ষেত”। ফরদাবাদ গ্রামের ব্লক ম্যানেজার ময়না মিয়ার ভাষ্য, ”বাল্লা নদী শুকিয়ে যাওয়ায় সেচ মৌসুমে বিলে পানি থাকে না। স্লুইসগেট অকেজো থাকার কারণে পানিও ধরে রাখা যায় না। আবার ধান পাকার সময় আগাম বন্যার পানিতে জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষক”।

জরুরি ভিত্তিতে বাল্লা নদী খনন ও স্লুইসগেট সংস্কার করলে কৃষকের উপকার হবে। ছলিমাবাদ ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ”বালিয়াদাহ পানির ওপর নির্ভর করে এলাকায় বোরো চাষ হয়ে আসছে। কিন্তু বাল্লা নদীটিতে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে কৃষক জমিতে ঠিকভাবে সেচ দিতে পারছেন না। আবার স্লুইসগেট নষ্ট থাকায় বর্ষার আগাম পানি ঢুকে ফসলি জমি তলিয়ে যাচ্ছে। এ সমস্যার সমাধান দরকার”। ছলিমাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ”এই অঞ্চলের কৃষকের দুঃখ এই বাল্লা নদী। নদীটি খনন ও স্লুইসগেট পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এগুলো করলে এই এলাকায় কৃষি বিপ্লব ঘটবে”।

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ”ছলিমাবাদ, ফরদাবাদ ও রূপসদী ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার কৃষকের বোরো চাষ নির্ভর করে বাল্লা নদীর ওপর। বাল্লা নদী শুকিয়ে যাওয়ার কারণে সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না কৃষক। স্লুইসগেটটিও নষ্ট থাকায় পানি ধরে রাখা যাচ্ছে না। আবার আগাম বন্যায়ও ফসলহানি ঘটছে। এসব সমস্যার সমাধান হলে কৃষকের উপকার হবে”। তিনি বলেন, কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের একটি দল এসে ঘুরে দেখে গেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে তাদের একটি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। 

মায়মুনা

×