ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সাটুরিয়ায় বজ্রপাতে দুই ভাইয়ের ১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ২৩:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সাটুরিয়ায় বজ্রপাতে দুই ভাইয়ের ১ জনের মৃত্যু

ছবি; সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে বজ্রপাতে জাহিদ হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার যমজ ভাই জাকির হোসেন (২৩) গুরুতর আহত হয়েছেন। জাকির হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ ও আহত জাকির তিল্লি গ্রামের সাহাজ উদ্দিনের যমজ সন্তান। জাহিদ পেশায় অটোচালক ছিলেন।তার দুই মাস বয়সী একজন ছেলে সন্তান রয়েছে।

নিহত জাহিদ হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই তারা দুই ভাই তাদের পৈত্রিক জমিতে পাকা সরিষা তুলছিলেন। সন্ধ্যায় হঠাৎ করে ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় জাহিদ হোসেনের শরীরের এবং জাকির হোসেনের পায়ে বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান এবং আহত জাকিরকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শহীদ

×