ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মাগুরায় মুকুলে ভরে গেছে আমগাছ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ২২:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

মাগুরায় মুকুলে ভরে গেছে আমগাছ

.

আমগাছ মুকুলে ভরে গেছে। চারদিকে মুকুলের গন্ধ। গাছে ওষুধ স্প্রে করা ও  আমগাছ পরিচর্যায় ব্যস্ত জেলার আম চাষিরা। পোকার আক্রমণ থেকে মুকুল রক্ষ্যর জন্য গাছের গোড়ায় পানিসেচ ও গাছে ওষুধ স্প্রে করছেন চাষি ও বাগান মালিকরা।
এদিকে গাছে ওষুধ স্প্রে করে বহু বেকারের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। লিচু গাছও পরিচর্যা করছেন চাষিরা।  জানা গেছে, উপজেলা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে বহু আম বাগান  তৈরি হয়েছে এবং প্রতিটি বাড়িতে আমগাছ রয়েছে। আমগাছে মুকুল এসেছে ব্যাপক। লম্বা পাইপের মাধ্যমে পা দিয়ে পাম্প করে আম গাছের ডালে মুকুলে ওষুধ স্প্রে করা হচ্ছে। ওষুধ স্প্রে করা হলে পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
আমবাগান মালিকরা জানান, আমগাছে ওষুধ স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়। সেজন্য ওষুধ স্প্রে করা হচ্ছে। এদিকে গাছে ওষুধ স্প্রে করে বহু বেকারের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। তারা মেশিন নিয়ে বাড়িতে অথবা বাগানে গিয়ে গাছে ওষুধ স্প্রে করে বাড়তি অর্থ আয় করছেন। অন্যদিকে লিচুগাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষি।

×