ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্লা গ্রামে জসিম উদ্দিন (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন ।

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জসিম ওই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। নিহত জসীম উদ্দীনের রাইসা আক্তার নামে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি জসিম তার বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। তবে বাবা ফিরোজ হোসেন মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে জসিম অভিমান করে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরে তা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

ফয়সাল

×