ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্কুল স্বাস্থ্যসেবা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শ্রীপুর, গাজীপুর।

প্রকাশিত: ২০:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্কুল স্বাস্থ্যসেবা উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং এনফোর্সড ফর সোশ্যাল রেস্পন্সিবিলিটি (ইএসআর) এর সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্কুল স্বাস্থ্য সেবা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় উপজেলার সিংগার দিঘী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি উদ্বোধন কালে এই স্বাস্থ্য সেবা উদ্বোধন করা হয়।পরে উপজেলার বিভিন্ন স্কুল ও দাখিল মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। 

এছাড়া ৫০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগের পরীক্ষা করা হয় এবং দরিদ্রদের মধ্যে বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়।
বসন্তের পড়ন্ত বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে, সিংগার দিঘী উচ্চ বিদ্যালয় বনাম হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় মধ্যকার প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ড. সেলিম শেখ (পিএইচডি) 

ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ও অত্র বিদ্যালয়ের সভাপতি  ডাঃ হুজ্জাতুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও শরিফুল শিপু এবং খন্দকার মোস্তাক আহমেদ এর যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন,গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ডাঃ শফিকুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মোক্তারুল করিম শামীম, মাসুদ রানা প্রমূখ। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   


 

ফয়সাল

×