ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ফাগুনে ভিজলো রাজধানী, আগামীকাল বৃষ্টি হতে পারে যেসব স্থানে

প্রকাশিত: ১৯:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ফাগুনে ভিজলো রাজধানী, আগামীকাল বৃষ্টি হতে পারে যেসব স্থানে

শনিবার সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুরের পরপরই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলেও, সন্ধ্যার পর মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির কারণে জরুরি কাজে বের হওয়া পথচারীরা ভোগান্তিতে পড়েন।

সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামতেই অনেককে ছাউনির নিচে চলে যেতে এবং ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বৃষ্টিতে ভিজে বাসে উঠতে থাকেন। তবে বৃষ্টির কারণে ধুলাবালি কিছুটা কমে যাওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে, শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ঢাকার আশপাশের জেলাগুলোর ওপর বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পলাশ লিখেছেন, “বিকেল ৫টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে। বৃষ্টি উত্তরপশ্চিম দিক থেকে এসে দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার চারপাশের জেলাগুলোর ওপরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সায়মা ইসলাম

×