ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাউফল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৬:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাউফল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবিঃ সংগৃহীত।

বাউফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা সাপ্তাহ উদযাপন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ আয়োজনের অংশ হিসেবে হাসপাতালের চারদিকে পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে। 
এতে হাসপাতালের সকল স্টাফ-কর্মচারীরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেছে।

আজ শনিবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এটি চলবে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ। তার সাথে ছিলেন হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল স্টাফরা।

 এ বিষয়ে ডাক্তার মিরাজুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি পরিষ্কার-পরিচ্ছন্নতা সাপ্তাহ সফলভাবে সম্পন্ন করার। আমরা যদি এক সাপ্তাহ এটির পেছনে শ্রম দিয়ে থাকি তাহলে প্রধান পরিবর্তন হবে। আমাদের আগেও পরিকল্পনা ছিলো। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে, যা আমাদের জন্য ভালো হয়েছে।

এ বিষয়ে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মো. রিয়াজ উদ্দিন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সকলের জন্যই প্রয়োজন। আমি আশা করি আমার টীম নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে শেষ করতে পারবো। পটুয়াখালী জেলায় বাউফল হাসপাতাল হবে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সেরা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস স্টাফ মো. আতিকুর রহমান আরিফ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা আমাদের কর্তব্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যারের নেতৃত্বে হাসপাতালের ময়লা-আবর্জনা আমরা সব নির্দিষ্ট স্থানে ফেলবো। হাসপাতাল পরিস্কার রাখবো।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ বলেন, আমরা পুরো সাপ্তাহ এই অভিযান চালাবো। আমরা স্টাফদের নিয়ে কয়েকটি টীম গঠন করেছি। সেই টীমের প্রধান কাজ হচ্ছে এই সাপ্তাহে হাসপাতাল হবে পরিস্কার-পরিচ্ছন্ন। প্রতিটি গ্রুপে আমাদের নয়জন সদস্য আছে।

তিনি আরো বলেন, প্রথম টীমে আছে ডাক্তার মিরাজুল ইসলাম ও ডাক্তার তানজিলা ইসলাম। দ্বিতীয় টীমে আছে ডাক্তার সাম্মী আক্তার ও ডাক্তার লামিয়া আক্তার। তৃতীয় টীমে আছে ডাক্তার নুরজাহান আর ডাক্তার মারজান। চতুর্থ টীমে আছে ডাক্তার মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল আলম। পঞ্চম টীমে আছে আমাদের হেড ক্লার্ক রিয়াজ।

 

মুহাম্মদ ওমর ফারুক/ কামরুজ্জামান বাচ্চু 

×