ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

রবিবারে গাড়ি কিনছি, শুক্রবারেই সব শেষ আমার

প্রকাশিত: ১৬:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রবিবারে গাড়ি কিনছি, শুক্রবারেই সব শেষ আমার

ছ‌বি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে শুক্রুবার (২১ ফেব্রুয়ারি) একটি স’মিল থেকে সৃষ্ট আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজপট্টিতে। এতে একে এক পুড়ে যায় ২০টি দোকান, ২৪টি গাড়ি ও দুটি স’মিল।  

একজন ভুক্তভোগী জানান, রবিবার গাড়ি কিনছি, বৃহস্পতিবার গ্যারেজে দিছিল কাজ করার জন্য। আর শুক্রবার আগুন লাগছে। সব গাড়ি সামনে থেকে বের করতে পারছে, আমাদেরটা আর বের করতে পারে নাই। একটা দিনও রাস্তায় চলে নাই গাড়ি এখনো। আজকে এসে দেখি গাড়ির কিচ্ছু নাই৷ সম্পূর্ণ দোষ ফায়ার সার্ভিসের, তারা দুই ঘণ্টা পরে এসেছে। দেশের সবকিছু শেষ হয়ে যাচ্ছে এদের গাফিলতির জন্য। সরকারের কাছে আমার অনুরোধ আমার ক্ষতিপূরণ যেন দেয়া হয়।  

আমরা একদম শেষ হয়ে গেছি, আমার স্বামী ড্রাইভার। আমরা অনেক ধার-দেনা করে গাড়িটা কিনেছিলাম। ২০ লাখ টাকা পুরোটা ঋণ করে গাড়িটা কিনেছিলাম।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1Fd5JBJTZi/

রিফাত

×