ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

জীবনে বড় ভুল করেছি চাল ডাল ডট কমে নিজের নাম্বারটা দিয়ে: সুমন 

প্রকাশিত: ১৪:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

জীবনে বড় ভুল করেছি চাল ডাল ডট কমে নিজের নাম্বারটা দিয়ে: সুমন 

ছবি: সংগৃহীত

জীবনে একটি বড় ভুল করেছি, এমন কথা লিখে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন সাংবাদিক এবং কনটেন্ট ক্রিয়েটর সালাহ উদ্দিন সুমন। 

সম্প্রতি চাল ডাল ডট কম থেকে ফোন কল যায়নি এমন মানুষ হয়তো কম খুঁজে পাওয়া যাবে। চাল ডাল ডট কম থেকে কল দিয়ে নিজেদের অফার গুলো জানিয়ে পণ্য বিক্রি করে সেবা দিয়ে থাকে অনলাইন বাজারটি। 

এ নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করে সালাউদ্দিন সুমন নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। 

যেখানে তিনি লিখেছেন, জীবনে একটি বড় ভুল করেছি। ভুলটা হলো, অনলাইন বাজার চালডাল ডট কমে নিজের নাম্বারটা দিয়েছিলাম। এরপর থেকে ভুলের খেসারত দিয়ে যাচ্ছি কয়েক বছর ধরে। সময় নেই, অসময় নেই, যখন-তখন ফোন দিয়ে বলছে, 'স্যার, অনলাইন বাজার চালডাল ডট কম থেকে বলছি। এরপর শসা, বেগুন, আলু কোনটার দাম কতো বলা শুরু করে।

তিনি আরো লিখেছেন, চরম ব্যস্ততার মাঝে ফোনটা রিসিভ করার পর হরহামেশাই এসব শুনতে হচ্ছে। কারো কেনার দরকার হলে তাদের সাইট ভিজিট করে কিনবে। কিন্তু যাকে খুশি যখন-তখন ফোন করে বাজারদর শোনানোর এই ফাতরামির মানেটা কী?

এই ভিডিও তৈরি করা নিয়ে তিনি লিখেছেন, অনেকদিন ধরেই ভাবছি, এদের এই কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করা দরকার।

তার এমন শেয়ার করা পোস্ট এর কমেন্টে উদ্বেগ প্রকাশ করেছে জনতা। একজন লিখেছেন, ঠিক যখন চোখের কোনে ঘুম উঁকি মারে তখনই তাদের ফোনটা বেজে ওঠে। 

অন্য একজন লিখেছেন, আমি তো ফোন নম্বর দেইনি, তাও কল আসে।

শিলা ইসলাম

×