ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহত ১

প্রকাশিত: ১১:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহত ১

ছবি:সংগৃহীত

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহত ১

রাজধানীর রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু রাসেল (২৪)।

শুক্রবার রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোরে চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র রায় জানান, রাতে খবর পাওয়া যায়, রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে একটি দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে সেখানে গিয়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল ও হাসপাতাল থেকে জানা যায়, আনসার সদস্যদের একটি গাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক এবং আরোহী। পরে পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে আশিকুর নামে মোটরসাইকেল চালক মারা যান।

তিনি জানান, আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত দুজনেরই পরিবারকে খবর দেয়া হয়েছিল। তারা হাসপাতালে এসেছেন। আশিকুরের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
 

আঁখি

×