ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

যানজটে আটকা জামায়াত আমিরের গাড়ি, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর

প্রকাশিত: ০৭:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

যানজটে আটকা জামায়াত আমিরের গাড়ি, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর

ছবি:সংগৃহীত

যানজটে আটকা জামায়াত আমিরের গাড়ি, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর

 

 

 

 

 

কুমিল্লার লালমাই উপজেলায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের পথসভা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় মারা গেছেন জামায়াত কর্মী জসীম উদ্দিন (৫০)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর এলাকার ওয়ালটন শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

 

 

 

নিহত জসীম উদ্দিন লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আশরাফের ছেলে। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন জানান, জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজারে পথসভা করেন।

 

 

 

 

 

 

 

পথসভাস্থলে পৌঁছানোর কিছু সময় আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। এসময় সংগঠনের ১৫-২০ জন কর্মী যানজট মুক্ত করার চেষ্টা করছিলেন। পরে আমির জামায়াত পথসভা শেষ করে চলে যাওয়ার পর জানা যায়, জসীম উদ্দিন বাসের চাপায় প্রাণ হারিয়েছেন।

আঁখি

×