ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ০২:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্বশ্বান ঘাট এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮ তার দিকে শশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছেন। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।ঝিনাইদহ অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, তারা লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে ৩ জনের গুলিবৃদ্ধ দেখতে পান। তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না বলে তিনি জানান। 

রাজু

×