ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

খিলগাঁওয়ের তালতলায় ভয়াবহ আগুন!

প্রকাশিত: ২২:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

খিলগাঁওয়ের তালতলায় ভয়াবহ আগুন!

ছবিঃ সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাতকলে (স মিল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রথমে আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়, পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আসিফ

×