ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাসে ডাকাতি-শ্লীলতাহানি: ৩ দিন পর থানায় মামলা

প্রকাশিত: ২১:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বাসে ডাকাতি-শ্লীলতাহানি: ৩ দিন পর থানায় মামলা

ছ‌বি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রয়েলস পরিবহনে ডাকাতি ও দুই নারীর শ্লীলতাহানির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ওই বাসের যাত্রী নাটোর জেলার বড়াইগ্রামের ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন বলে মির্জাপুর থানা ওসি মো. মোশাররফ হোসেন জানান।

জানা গেছে ঘটনার পরপরই নাটোরের বরাইগ্রাম থানা পুলিশ বাসটি জব্দ করে। চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত থেকে জামিন পান তাঁরা।

যাত্রীরা জানান, ঢাকা থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল ইউনিক রয়েলস পরিবহনের বাসটি। হাইটেক পার্ক পার হয়েই ৭-৮ জন ডাকাতি শুরু করেন। এক পর্যায়ে পুরো বাসটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় ডাকাত দল। টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে আশুলিয়ার নন্দন পার্কের সামনে নেমে যায় তাঁরা। লুটে নেয় নগদ অর্থ, স্বর্নলংকার ও শ্লীলতাহানির শিকার হয় কয়েকজন নারী এবং হামলায় আহত হয় বেশ কয়েকজন। 

এক যাত্রী জানান, নারীদের কানের দুল, বালা, চেইন ইত্যাদি স্বর্নলংকার ও নিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। অপর এক যাত্রী জানান, ডাকাত দলের সদস্যরা একজন একজন করে নারীদের কাছে যাচ্ছে আর শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছে কিন্তু ওইবাসে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সূত্র: Channel 24

শরিফুল

×