ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মসজিদের ভিতর গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ।। 

প্রকাশিত: ১৮:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মসজিদের ভিতর গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার

বাউফলের কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. আসাদুল রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকালে এ লাশ উদ্ধার করা হয়। আসাদুলের বাবার নাম মজিদ রাঢ়ীর । 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আসাদুল রাঢ়ী ঢাকা যাওয়ার কথা বলে ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। শুক্রবার ভোর রাতে  আসাদুলের চাচাতো ভাই  দুলাল রাঢ়ী  ফজরের আযান দিতে মসজিদে আসলে আসাদুল রাঢ়ীকে মসজিদের জানালার গ্রীলের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বসা দেখতে পেয়ে ডাক চিৎকার করেন।

এসময় বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

আসাদুলের ভাই বাবুল রাঢ়ী জানান,‘ আমার ভাইর স্ত্রী সন্তান তার সাথে থাকে না। তারা ঢাকাতে থাকে।  প্রায় ১ বছর ধরে আসাদুল  বাড়িতে থাকছেন। বৃহস্পতিবার ঢাকা যাবেন বলে বাড়ি থেকে বের হয় সে। পরের দিন ভোর রাতে মসজিদের ভিতরে তার লাশ পাওয়া যায়। আসাদুল আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করেছে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের  সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

আফরোজা

×