ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শ্রদ্ধা জানাতে ফেনীর দাগনভূঞার

ভাষা শহীদ আবদুস সালামের এলাকায় মানুষের ঢল 

নিজস্ব সংবাদদাতা 

প্রকাশিত: ১৫:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদ আবদুস সালামের এলাকায় মানুষের ঢল 

ছবি:সংগৃহীত

অমর একুশের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ি সালাম নগরে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরে শহীদ মিনারে দল বেঁধে শ্রদ্ধা জানায়। ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে উঠে। এ সময় তারা ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সালামের পৈতিক বসতঘর ঘুরে দেখেন। 

ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রঙ্গনে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা নিবার্হী কর্মকর্তা স.ম আজহারুল ইসলামের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মো. বাতেন। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, বিএনপি নেতা কাজী সাইফুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ। 

শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  ওইদিন সকালে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন, ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভাষা শহীদ সালাম পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

 

মুহাম্মদ ওমর ফারুক/ওছমান হারুন মাহমুদ

×