ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৩:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়া কে কেন্দ্র করে ২১ফেব্রুয়ারি শুক্রবার রাতের প্রথম প্রহরে  বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ও মারামারি হয়েছে,এতে মারাত্মকভাবে ২জন আহত  হয়েছে,আহতরা হলেন ইছাপুরা ইউনিয়নের সাজু মিয়ার ছেলে বিল্লাল(৩৮),মহরম আলী ছেলে জীবন মিয়া(১৭)।


বিজয়নগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি জমির দস্তগীর জানান-প্রশাসনের সাথে প্রথম প্রহরে আমি এবং মহসীন ফুল দেই পরবর্তীতে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,যুবদলের নেতাকর্মীরা ফুল দিতে যায়,একই সময় মহসিন ভূঁইয়ার কর্মীরা ও ফুল  দিতে যায়,এর পরেই বাধে সংঘর্ষ ও মারামারি।এঘটনা কে বা কাহার ঘটিয়েছে আমি নিশ্চিত নয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির একাংশের আহবায়ক মহসিন ভুইয়া জানান-ফুল দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়,এতে করে শহীদ মিনার প্রাঙ্গনে সংঘর্ষ বাদে,এতে আমাদের ৩জন কর্মী আহত হয়।কে বা কাহারা এই সংঘর্ষ ও মারামারি সাথে জরিত আমি সঠিক জানি না এবং এই ঘটনা কে কেন্দ্র করে তিনি অতি দ্রুত থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রওশন আলী জানান কবির গ্রুপ ও শ্যামল গ্রুপ দুই পক্ষের মারামারি ও সংঘর্ষ ঘটনা ঘটে,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স সহ দ্রুত উপস্থিত হয়।
দুপক্ষকে শান্ত করে ঘটনাস্থল সামাল দেয় এবং ছুরিকাঘাতে আহত দুজনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
 

জাফরান

×